Aside

ও নিলা ও নিলা …. তোকে দেখতে ইচ্ছে হয়

কিছু গান, কিছু কবিতা

আর কিছু সোনালী স্মৃতি

সুখ স্মৃতির ভিড়ে

দু:খগুলো আজ হয়েছে বিস্মৃতি

ও নিলা ও নিলা …..

তোকে দেখতে ইচ্ছে হয়

ও নিলা ও নিলা …..

তোকে জানতে ইচ্ছে হয়

খুব মিস করছি তোকে

মনে পড়ে শুধু

তোর সাথে কাটানো সময়

তোর চোখে চোখ

মনে মনে কিছু কথা

আজও খুঁজে ফিরি আমি তোকে

ব্যস্ত দিন রাত্তিরে

ও নিলা ও নিলা …..

তোকে দেখতে ইচ্ছে হয়

ও নিলা ও নিলা …..

তোকে জানতে ইচ্ছে হয়

খুব মিস করছি তোকে

মনে পড়ে শুধু

তোর সাথে কাটানো সময়

কিভাবে কেটে গেল দিন

কখনো বুজতে পারিনি

না বলা কথাগুলো তোকে

কখনো বলা যাইনি

ও নিলা ও নিলা …..

তোকে দেখতে ইচ্ছে হয়

ও নিলা ও নিলা …..

তোকে জানতে ইচ্ছে হয়

খুব মিস করছি তোকে

মনে পড়ে শুধু

তোর সাথে কাটানো সময়।।

(সময়কাল: ২৩শে জুন, ২০১৪)

Advertisements

বৃষ্টির শহর

চির চেনা পথ

চির চেনা সুর

চেনা গল্পের কাহিনী

একটু একটু আশা

একটু একটু স্বপ্ন দেখা

চাওয়া পাওয়া হিসাবের অচিনপুর

বৃষ্টির শহর, বৃষ্টির শহর, বৃষ্টির শহর

 

কত আশা ভেঙ্গে যাই

কত স্বপ্নের সৃষ্টি

আলো-আধারির রঙ্গমন্চে

কে কাকে মনে রাখে চিরদিন

বৃষ্টির শহর, বৃষ্টির শহর, বৃষ্টির শহর

 

দুজনে কাছাকাছি থাকা

পাশাপাশি চলার সন্ধি

কেউ কথা রাখে না

কেউ ভালবাসে না

ছলনার সুরে যে গান আজ বন্দী

বৃষ্টির শহর, বৃষ্টির শহর, বৃষ্টির শহর

 

ফিরে পাওয়ার আশা

প্রতিদিন আমাদের প্রার্থনা

সব ভুলে হোক যাত্রা

নতুন নতুন গল্প

নতুন কবিতা লেখা

ঢাকা পরে যাই কষ্ট

বৃষ্টির শহর, বৃষ্টির শহর, বৃষ্টির শহর

(১০ই জুন, ২০১৪ )

তুমি আমার জীবন খাতার শ্রেষ্ঠ গানের সুর

অলস দুপুরে মনের গহীনে

বেজে উঠে কত সুর

তুমি আমার জীবন খাতার

শ্রেষ্ঠ গানের সুর।।

তুমি আমার স্বরলিপি

রাগ-রাগীনির খেয়াল

তোমার বলা প্রতিটি কথা

মহাকাব্যের অর্পূব মেশাল।।

তুমি জয় গোস্বামীর কবিতা

তুমি অমিয় কবির অতন্দ্রিলা

আমার জীবনে রয়েছ তুমি

নামহীন অ-নামিকা।।

তুমি শারদ প্রাতে শিশির

তুমি চৈত্রের বাসন্তি লতা

শীত বর্ষা গ্রীষ্মে তুমি

নাটোরের বনলতা ।।

(১৬ই জুন, ২০১৪)

যোগ্য মানুষ হয়ে উঠব মোরা

হেমায়েতপুর, শান্তিপুর

পরম দয়ালের ধাম।

পাবনার বাতাসে হিল্লোল তুলে আজো

অনুকূল চন্দ্র নাম।।

বিজ্ঞান জগতে আলোড়ন তুলে আজো

বিশ্ববিজ্ঞান ধাম।

আকাশে কান পেতে কান্না শুনি আজো

দয়ালের পিঠস্থান।।

পদ্মার পার, শান্তির ধার

আজো শুনি সেই আনন্দ গান।

হৃদয়ে আছো প্রভু, জীবন মরন রণে

জপি তব সুধারস নাম।।

দয়াল তোমার চরণ যুগলে

জানাই একটি প্রণতি।

বাংলার মাটি, বাংলার জল

আজো গাহে তোমারই নাম।।

চলে গেছ প্রভু, নয়নের কাছ থেকে

গেথে রবে হৃদয়ের গহীনে।

বাংলার পথঘাট, সমুদ্র হিমাচল

আজো জানাই তোমাকে প্রণাম।।

সৎসঙ্গের পতাকা উড়িয়ে,

বিশ্বে আনব শান্তি।

যোগ্য মানুষ হয়ে উঠবো মোরা

যেমন, চেয়েছিলে তেমনি।।

(রচনাকাল: ২০০৮, সৎসঙ্গ বাংলাদেশ আয়োজিত পাবনায় শুভ গঙ্গাস্নানোৎসবের ২ দিন আগে)

স্থান: শ্রীহট্ট সৎসঙ্গ বিহার, ‍সিলেট